০১। প্রথমেই যুব উন্নয়ন হতে প্রশিক্ষণ নিন (প্রশিক্ষণের সুযোগ না থাকলে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারী নিয়োগ করুন)
০২। আপনি টার্কির ফার্মিং করতে চান, টার্কি নিয়ে অনলাইন ও অফলাইনে অধিকতর স্টাডি করুন।
০৩। ফার্মিং শিখতে ও অভিজ্ঞতা নিতে যত বেশী সম্ভব ফার্ম ভিজিট করুন।
০৪। সিনিয়রদের সবসময় সম্মান দেওয়ার মনোভাব তৈরি করুণ এবং যে কোন একজনকে মেন্টর হিসাবে নিন যার পরামর্শ সবসময় প্রাধান্য দিবেন।
০৫। একটি দির্ঘ মেয়াদী পরিকল্পনা করুণ, রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখবেননা।
০৬। কারো সফলতা দেখে বা হুজুগে পরে কারো কথায় টার্কি ফার্ম করবেননা।
০৭। যে খামারই করেননা কেন প্রথমে অল্প দিয়ে শুরু করবেন। ফার্মিং আগে শিখে তারপর আস্তে আস্তে টার্কি ফার্ম বড় করবেন।
০৮। টার্কি ফার্মিং এ সফলতা পেতে হলে অধ্যবসায়ের বিকল্প কিছু নেই, ধৈর্য্য......ধৈর্য্য.......এবং ধৈর্য্য।
০৯। মনে রাখবেন অভিজ্ঞতা এমন জিনিস যা টাকা দিয়ে কেনা যায়না।
Post a Comment