কৃত্রিম বা প্রাকৃতিকভাবে টার্কি বাচ্চার তাপায়ন,বাতাস চলাচল, খাবার,পানি এবং সর্বোপরি ভাল আরামদায়ক অবস্থার নামই ব্রুডিং।
টার্কির বাচ্চা ব্রুডিং কেন করা হয়?
সাধারণত বাচ্চার জীবনের প্রথমদিকে প্রাকৃতিক পরিবেশে নিজেকে খাপ খাওয়ানোর মত অবস্থা থাকেনা। তাই কৃত্রিম ব্রুডিং এর প্রয়োজন হয়।
সাধারণত বাচ্চার জীবনের প্রথমদিকে প্রাকৃতিক পরিবেশে নিজেকে খাপ খাওয়ানোর মত অবস্থা থাকেনা। তাই কৃত্রিম ব্রুডিং এর প্রয়োজন হয়।
টার্কির বাচ্চা ব্রুডিং এর উদ্দেশ্য
রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা
সকল টিকা প্রয়োগে ভাল ফল পাওয়া
শারীরিক গঠন সঠিকভাবে হওয়া
সকল মুরগি ওজনের দিক দিয়ে সমতায় আনা
জীনগত বৈশিষ্টের পূর্ণ বিকাশ ঘটানো
বিভিন্ন পীড়ন থেকে সুরক্ষা করা
প্রতিকুল আবহাওয়া থেকে রক্ষা করা
রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা
সকল টিকা প্রয়োগে ভাল ফল পাওয়া
শারীরিক গঠন সঠিকভাবে হওয়া
সকল মুরগি ওজনের দিক দিয়ে সমতায় আনা
জীনগত বৈশিষ্টের পূর্ণ বিকাশ ঘটানো
বিভিন্ন পীড়ন থেকে সুরক্ষা করা
প্রতিকুল আবহাওয়া থেকে রক্ষা করা
ব্রুডিং ঘর প্রস্তুতি
ঘর পরিষ্কার ও জীবাণুমুক্ত করা
লিটার হিসেবে ব্যাবহারের তুষ জীবাণুমুক্ত করা ও শুকানোর পর ৩ ইঞ্চি পুরু করে বিছানো
বিছানো তুষের উপর ছালার চট দিয়ে ঢেকে দেয়া
চিক গার্ডের উচ্চতা গরমকালে ১৮ ইঞ্চি ও শীতকালে ২৮ ইঞ্চি হওয়া
প্রথম দিন প্রতিটি বাচ্চাকে ০.১৩ বর্গফুট জায়গা দেয়া
বাচ্চা ব্রুডারে ছাড়ার পূর্বে প্রতি লিটার পানিতে ৫০ গ্রাম গ্লুকজ/চিনি ও ১ গ্রাম ভিটামিন সি মিশ্রিত পানি দিয়ে রাখতে হবে
ঘর পরিষ্কার ও জীবাণুমুক্ত করা
লিটার হিসেবে ব্যাবহারের তুষ জীবাণুমুক্ত করা ও শুকানোর পর ৩ ইঞ্চি পুরু করে বিছানো
বিছানো তুষের উপর ছালার চট দিয়ে ঢেকে দেয়া
চিক গার্ডের উচ্চতা গরমকালে ১৮ ইঞ্চি ও শীতকালে ২৮ ইঞ্চি হওয়া
প্রথম দিন প্রতিটি বাচ্চাকে ০.১৩ বর্গফুট জায়গা দেয়া
বাচ্চা ব্রুডারে ছাড়ার পূর্বে প্রতি লিটার পানিতে ৫০ গ্রাম গ্লুকজ/চিনি ও ১ গ্রাম ভিটামিন সি মিশ্রিত পানি দিয়ে রাখতে হবে
Post a Comment