পরিকল্পিতভাবে টার্কি খামার করুন স্বাবলম্বি হোন, টার্কি নিয়ে বিরুপ মনোভাবী মানুষদের এড়িয়ে চলুন। কোটিপতি হবার স্বপ্নে টার্কি খামার করবেন না, মন প্রানে একজন খামারি হয়ে উঠুন।
সবসময় ভাল ভেটনারী চিকিৎসক দ্বারা ভ্যাকসিন সিডিউল বুঝে নিন।
টার্কি সংগ্রহে সস্তার পিছে না ঘুরে ভাল মানের জাত সংরক্ষন করুন। এতে সাফল্য অনেকটা নির্ভর করে। টার্কিকে শিল্প হিসেবে দাড় করানোর শপথ নিন।
অনলাইনে টার্কি নিয়ে লাফালাফি না করে নিজ জেলা, উপজেলায় বা মহল্লায় টার্কি সম্পর্কে প্রচারনা করুনটার্কিতে লোভে পড়ে অনেক ইনভেস্ট করবেন না, আবার খরচ পোষানোর জন্য একেবারে অল্প নিয়েও নামবেন না।ধৈয্য ধরে পরিশ্রম,অপেক্ষা করুন, ফল আসবেই।
যার তার পরামর্শ শুনে টার্কিকে মেডিসিন বা অন্যান্য ট্রিটমেন্ট করাবেন না, এতে হিতে বিপরীত হতে পারে।টার্কিকে সবাইর টাকা বানানোর মেশিন মনে করে পালার দরকার নাই, শৌখিনরা এটা শখ করে পালন করুন।
বিশেষ সতর্কতাঃ
নতুনদের ফাঁদে ফেলার জন্য জৈনক ব্যাক্তিবর্গ ওৎ পেতে বসে আছে, সবাই যার যার চিন্তা ও বুদ্বিমত্তা কাজে লাগিয়ে এ শিল্পে এগিয়ে আসুন।
রংয়ের দিকে মনযোগ না দিয়ে জাত ও সুস্থতার দিক বিবেচনা করে টার্কি সংগ্রহ করুন।
ঘরে বসে টার্কি পেতে না চেয়ে বেশি বেশি খামার ভিজিট করুন অভিজ্ঞতা নিন। পরে টার্কি সংগ্রহ করুন।
অবশ্যই পরিকল্পিত খামার ভিজিট করুন,
সঠিক পরিকল্পনা সাফল্যের অর্ধেক বহন করে।
এই শিল্পে কতিপয় ব্যাক্তি বা ব্যাক্তিবর্গ সবজান্তা পীর সেজে বসে আছে, যারা নিজেরাই পরিকল্পনা না করে খামার করেছে।
টার্কি পালনে লোভে না পরে নিন্ম উদ্দেশ্যগুলো নিয়ে খামার করুন।
১/বাংলাদেশের প্রানীসম্পদকে এগিয়ে নিতে।
২/দেশের আমিষ চাহিদা পূরন করতে।
৩/কর্মসংস্থান তৈরি করে বেকারমুক্ত বাংলাদেশ গড়তে।
৪/ ভবিৎষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে টার্কি রপ্তানি করে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে।
সবসময় ভাল ভেটনারী চিকিৎসক দ্বারা ভ্যাকসিন সিডিউল বুঝে নিন।
টার্কি সংগ্রহে সস্তার পিছে না ঘুরে ভাল মানের জাত সংরক্ষন করুন। এতে সাফল্য অনেকটা নির্ভর করে। টার্কিকে শিল্প হিসেবে দাড় করানোর শপথ নিন।
অনলাইনে টার্কি নিয়ে লাফালাফি না করে নিজ জেলা, উপজেলায় বা মহল্লায় টার্কি সম্পর্কে প্রচারনা করুনটার্কিতে লোভে পড়ে অনেক ইনভেস্ট করবেন না, আবার খরচ পোষানোর জন্য একেবারে অল্প নিয়েও নামবেন না।ধৈয্য ধরে পরিশ্রম,অপেক্ষা করুন, ফল আসবেই।
যার তার পরামর্শ শুনে টার্কিকে মেডিসিন বা অন্যান্য ট্রিটমেন্ট করাবেন না, এতে হিতে বিপরীত হতে পারে।টার্কিকে সবাইর টাকা বানানোর মেশিন মনে করে পালার দরকার নাই, শৌখিনরা এটা শখ করে পালন করুন।
বিশেষ সতর্কতাঃ
নতুনদের ফাঁদে ফেলার জন্য জৈনক ব্যাক্তিবর্গ ওৎ পেতে বসে আছে, সবাই যার যার চিন্তা ও বুদ্বিমত্তা কাজে লাগিয়ে এ শিল্পে এগিয়ে আসুন।
রংয়ের দিকে মনযোগ না দিয়ে জাত ও সুস্থতার দিক বিবেচনা করে টার্কি সংগ্রহ করুন।
ঘরে বসে টার্কি পেতে না চেয়ে বেশি বেশি খামার ভিজিট করুন অভিজ্ঞতা নিন। পরে টার্কি সংগ্রহ করুন।
অবশ্যই পরিকল্পিত খামার ভিজিট করুন,
সঠিক পরিকল্পনা সাফল্যের অর্ধেক বহন করে।
এই শিল্পে কতিপয় ব্যাক্তি বা ব্যাক্তিবর্গ সবজান্তা পীর সেজে বসে আছে, যারা নিজেরাই পরিকল্পনা না করে খামার করেছে।
টার্কি পালনে লোভে না পরে নিন্ম উদ্দেশ্যগুলো নিয়ে খামার করুন।
১/বাংলাদেশের প্রানীসম্পদকে এগিয়ে নিতে।
২/দেশের আমিষ চাহিদা পূরন করতে।
৩/কর্মসংস্থান তৈরি করে বেকারমুক্ত বাংলাদেশ গড়তে।
৪/ ভবিৎষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে টার্কি রপ্তানি করে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে।
Post a Comment