১:টার্কি বাচ্চা ফুটার পর নাভি শুকানোর জন্য"কসোমিক্স প্লাস"৩দিন পানির সাথে। মৃত্যু হার কম হবে এবং ভালো কার্যকারি।
২:ফাউলপক্স/গুটির জন্য ১চামুচ "পটাশিয়াম" ২চামুচ চুনের সাথে পরিমান মত পানি দিয়ে পেষ্ট তৈরি করে দিন ২বার ২দিন।
৩:প্রতি মাসে কৃমির ঔষধ"এভিনেক্স" দিতে হবে।
৪:উকুন হলে"এরোসল"বা এজাতিয় মশার ঔষধ ব্যাবহার করলে ভালো ফল পাবেন।ডানার পরের নিচে এবং লেজের নিচে খুব সতর্কতার সাথে হালকা ভাবে স্প্রে করতে হবে।
৫:রাণীক্ষেত হলে"ইরোকট"খুব কার্যকারি ঔষধ।রোগ দেখা দেওয়ার সাথেসাথে চিকিৎসা করতে হবে। এজন্য সবসময়"ইরোকট"ঘরে রাখতে হবে।দেরি হলে কিন্তু ১০০% ০০০।
৬:টার্কির ফর উঠে যাওয়া এবং খাদ্যে অরুচির জন্য "জিস ভেট"দারুন কার্যকরি।।।।।
আমরা যারা শখের বসে টার্কি পালি তারা অনেক ক্ষয়ক্ষতির সম্মুখিন হই কোন অভিগ্ধতা নাথাকার দরুন।আমি অতীত থেকে এ পর্যন্ত উক্ত সমস্যার জন্য এ ঔষধ ব্যাবহারে ফলাফল ভালো হয়
Post a Comment