শুধু হাইব্রিড টার্কি নয় লোকাল টার্কি মুরগি দিয়ে খামারিরা লাভবান হতে পারে | Local Turkey Bird profit from Farm


যারা হাইব্রিড টার্কি নিয়ে ব্যবসা করছেন তারা দেশীয় টার্কি নিয়ে উল্টা পাল্টা কথা বলে লোকাল টার্কি খামারীদের নিরুৎসাহিত করতেছেন--ক্যামনে করতেছেন??? সেগুলো তুলে ধরলাম
একটা মেল টার্কির জন্য নিম্নের ক্যালকুলেশন তারা দেখায়:
এক মাসের একটা লোকাল টার্কি ৬০০ টাকা
 প্রতিদিন ১০ টাকার ফিড কসট হলে ৬ মাসে হয় ১০ X ১৮০- ১৮০০ টাকা
 মেডিসিন, ভ্যাকসিন মিলে ১৫০ টাকা
টোটাল খরচ হয় : ২৫৫০ টাকা
৫০০ টাকা কেজিতেও যদি ৫ কেজি ওজনের টার্কি বিক্রি করা হয় তবুও লস হয়,,,,,,
আর ৩০০ টাকা কেজি হলে লস হয় ১০৫০ টাকা
এগুলো যে উল্টা পাল্টা হিসাব তার প্রমাণ:
১. প্রথমবার ৬০০ টাকা দিয়ে বাচ্চা কেনার পর দ্বিতীয়বার আপনি কি আবার ব্রয়লার/ লেয়ারের মত আবার টার্কির বাচ্চা কিনবেন?????? অবশ্যই কিনবেন না কেননা আপনার রয়েছে Parent Stock
২. লোকাল ব্রিড কি হাইব্রডি ব্রিড যে ওরা ৬ মাসে ৬০ কেজি ফিড খাব?????? অবশ্যই না,,,,, এভারেজ দৈনিক ৫ টাকার খাবার খায় লোকাল টার্কি গুলো ( পরীক্ষা লব্ধ: কারণ আমারও টার্কি ফার্ম আছে)
ফিড কসট - ৯০০ টাকা
 মেডসিন, ভ্যাকসিন- ১৫০ টাকা
টোটাল: ১০৫০ টাকা
আপনি ৩০০ টাকা কেজিতেও বিক্রি করলে আপনার ৪৫০ টাকা লাভ হবে
তবে লাভ আসবে আপনার Parent Stock থেকে উৎপাদিত বাচ্চা থেকে,,,,,, বাজার থেকে বাচ্চা কিনে নয়
আমাদের দেশে সবার কাছেই লোকাল টার্কি আছে,,,,,কখনোই নিরুৎসাহিত হবেন না,,




Related product you might see:

Share this product :

Post a Comment